ভার্জিনিয়ায় বিএনপির প্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ

218
ওয়াশিংটনডিসি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিজ  কার্লটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মিদের সাক্ষাত প্রদানের সময় গ্রেটার ওয়াশিংটনডিসি বিএনপির নেতাকর্মিরা বিক্ষোভ সমাবেশ করেন। গত রোববার রিজ কার্লটন সংলগ্ন টাইসন কর্ণারে উক্ত সমাবেশে যুক্তরাষ্ট্র ও স্থানীয় বিএনপির নেতাকর্মিরা অংশ নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।FB_IMG_1507096023140
বিএনপির নেতাকর্মিরা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত “যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ” সমাবেশ অব্যাহত থাকবে। এ সময় তারা স্লোগান দেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’, ‘উই ওয়ান্ট হিউমেনরাইটস’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল ইন বাংলাদেশ’, ‘হাসিনা গো ব্যাক-হাসিনা গো ডাউন’, ‘রিস্টোর ডেমোক্রেসী’, গণহত্যার পরিণাম-বাংলা হবে ভিয়েতনাম’ ইত্যাদি। বিএনপির এ শান্তিপূর্ণ কর্মসূচির সার্বিক তত্বাবধানে ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক এজেএম হোসাইন।FB_IMG_1507095955624
সমাবেশে অংশ গ্রহনকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি কাজী এম রহমান, সামছুদ্দীন মাহমুদ, মাসুদুর রহমান, মিয়া মজনু, হারুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম অশ্রু, ফিরোজ আলম, খোরশেদ আলম কাজী, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহরিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান লিটন, আবদুস সালাম মৃধা, আবদুস সবুর (জুয়েল), প্রচার সম্পাদক কামাল পাশা, স্পোর্টস সেক্রেটারী তৈয়ব হোসাইন, যুব বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, কার্যকরী সদস্য রাসেল আহমেদ, মাসুদুর রহমান, জামাল উদ্দিন, রাজা রহমান, মোঃ মানিক, ওয়াহিজ্জমান, মোঃ সোহেল, আল আমীন(বার্ক), রাজু আহমেদ, মুজিবুল হক সরকার(খোকন), মুনির হোসেন, নাছির আহমেদ জিনাত উল্লাহ, এনায়েত উল্লাহ, নাছির উদ্দিন, মোঃ মান্নান, মোঃ মানিক, কামরুজ্জামান, জামাল উদ্দিন, মোঃ সুমন, আল আমীন(আলিংটন), আতিকুর রহমান, মোঃ হাসেম, মোঃ সুমন, শাহজামাল, মোঃ মাহফুজ মোল্লাহ, নজরুল ইসলাম, মোঃ মহসিন,ফরহাদ হোসেন এবং মোঃ আতিক উল্যাহ।FB_IMG_1507005114930
ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি নেসার আহমেদ,সেক্রেটারি কবির, কাজল, ভাজিনিয়া বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন, সেক্রেটারী তোফায়েল আহমেদ, জয়েন্ট সক্রেটারী মোঃ আজাদ, জাহাঙ্গীর আলম, কাইয়ুম চৌধুরী ও  মোঃ মুসা। VA-bnpdemons-02
নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মোঃ রইস উদ্দিন, মাসুদ রানা, কামালউদ্দিন দিপু, মুনিরুল ইসলাম, আবুল হোসেন ও  সানি আহমেদ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সর্বস্তরের বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিএনপির এ কর্মসূচির সময় সামান্য দূরেই শান্তি সমাবেশ করেন আওয়ামীলীগের কর্মিরা। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলেও কোন অপ্রীতিকর ঘটেনি।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.