ভার্জিনিয়া, নিউ জার্সিতে ডেমোক্রেট গভর্নর নির্বাচিত, উল্লাস
গতকাল মঙ্গলবার রাজ্য দুটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর হতাশ ডেমোক্রেট শিবির এই জয়ে উদ্যম ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।
ভার্জিনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিপাবলিকান এড গিলেস্পিকে হারিয়ে দিয়েছেন ডেমোক্রেটদের প্রার্থী রাল্ফ নর্থহ্যাম।
নর্থহ্যাম ছিলেন এই রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর,তিনি ডেমোক্রেট টেরি ম্যাকঅলিফের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অভিবাসন, কনফেডারেট আমলের মূর্তি ও গোষ্ঠী সন্ত্রাসসহ নানা বিষয়ে ভার্জিনিয়ার নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন গিলেস্পি।
ট্রাম্পের নেওয়া বেশ কিছু কৌশলেরও সমর্থক ছিলেন গিলেস্পি; নির্বাচনে তার প্রতি সমর্থনের কথাও জানিয়েছিলেন ট্রাম্প; তবে শেষ রক্ষা হয়নি।
ফল নিশ্চিত হওয়ার পর এক অনুষ্ঠানে নর্থহ্যাম সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার জয় দেশের প্রতি একটি বার্তা দিয়েছে।
“বিভক্তি উপড়ে ফেলার বার্তা দিয়েছে ভার্জিনিয়া, তা হলো আমরা ঘৃণা ও বিদ্বেষ সমর্থন করি না। এই নির্বাচন বার্তা দিয়েছে রাজনীতি থেকে সেসবেরও অবসানের যা দেশকে টুকরো টুকরো করছে।”
নির্বাচনে নর্থহ্যাম ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন, গিলেস্পি পেয়েছেন ৪৫ দশমিক ১ শতাংশ।
তুলনায় নিউ জার্সির জয়টা সহজেই এসেছে। বিতর্কিত রিপাবলিকান প্রার্থী কিম গুয়াদাগনোকে সহজেই হারিয়েছেন ডেমোক্রেট প্রার্থী ফিল মারফি।
এর আগে জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন মারফি। গভর্নরের দায়িত্বে তিনি রিপাবলিকান পার্টির ক্রিস ক্রিস্টির স্থলাভিষিক্ত হচ্ছেন।
Recover your password.
A password will be e-mailed to you.