ভিনিসিয়াসের জন্য কোপার দরজা খুললেন ব্রাজিল কোচ
২০১৮ বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ভিশন নিয়ে পথ চলতে শুরু করেছে ব্রাজিল। উজ্জ্বল ভবিষ্যত আঁকার সেই মিশনে কোচ তিতে প্রাধান্য দিচ্ছেন তরুণদেরকে। বিশ্বকাপের পর ব্রাজিল যে ৬টি প্রীতি ম্যাচ খেলেছে, তাতেই ব্রাজিল কোচ ১৪ জন তরুণকে জাতীয় দলে অভিষেক ঘটিয়েছেন। তিতের এই তারুণ্য-মিশনে এবার কপাল খুলতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিল কোচ স্পষ্টই বললেন, কোপার দল ভাবনায় তার মাথায় ভালোভাবেই আছেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ভিনিসিয়াস।
মানেটা স্পষ্ট। নিজেদের ঘরের মাটির কোপা আমেরিকার জন্য ব্রাজিলের দলে জায়গা হতে পারে ভিনিসিয়াসের। মজাটা হলো, আসন্ন কোপা আমেরিকার ৪৬তম আসরটি যেদিন শুরু হবে, তখনো ভিনিসিয়াসের বয়স ১৯ পূর্ণ হবে না। এই বয়সী একজনকে কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলানোটা কি ঝূঁকি পূর্ণ হবে না? তাছাড়া এতো জাতীয় দলে ডাকার এতো তাড়াহুড়ো করারই বা কি আছে?
আছে। আসলে ভিনিসিয়াসকে নিয়ে ব্রাজিল কোচ ভাবতে বাধ্য হচ্ছেন তার পারফরম্যান্সের কারণে। অমিয় প্রতিভার প্রমাণ দিয়েই ব্রাজিল তরুণ নাম লিখিয়েছেন বিশ্বসেরা রিয়াল মাদ্রিদে। আর শুধু নাম লেখানোর কথাই বলছেন কেন। ভিনিসিয়াস জুনিয়র নিজের সামর্থ প্রমাণ করে এরই মধ্যে বিশ্বসেরা রিয়ালে নিজেদের জায়গাটা পাক করে ফেলেছেন।
গ্যারেথ বেল, করিম বেনজেমাদের আড়াল করে ভিনিসিয়াসই এখন রিয়ালের আক্রমণভাগের প্রধান অস্ত্র, কোচ সান্তিয়গো সোলারির অটোমেটিক চয়েজ-এটুকু বললেও বাড়াবাড়ি হবে না। কারণ, বর্তমানে রিয়ালের প্রতিটা ম্যাচেই শুরুর একাদশে খেলছেন ভিনিসিয়াস। উন্নতির ছাপ রেখে প্রতিটা ম্যাচেই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। প্রতিটা ম্যাচ শেষেই রিয়ালের আর্জেন্টাইন কোচ সোলারি বাধ্য হচ্ছেন ভিনিসিয়াসকে প্রশংসায় ভাসাতে।
বিশ্ব বরেণ্য ফুটবলবোদ্ধারা এরই মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন আগামীর ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া। কেউ কেউ তো বলছেন, রোনালদোকেও ছাপিয়ে যাবেন ভিনিসিয়াস। এমন অবিশ্বাস্য দ্রুত্যি ছড়াচ্ছে যার পা, তাকে নিয়ে ব্রাজিল কোচ না ভেবে পারেন!
নেইমার, ফিলিপে কুতিনহো, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, ডগলাস কস্তা-ব্রাজিলের আক্রমণভাগে তারকার অভাব নেই। প্রত্যেকেই নিজ নিজ ক্লাবের হয়ে আলো ছড়াচ্ছেন নিয়মিত। এতোসব তারকার ভিড়েও ভিনিসিয়াস নিজেকে নিয়ে ব্রাজিল কোচকে ভাবতে ভাধ্য করছেন পায়ের জাদু দেখিয়ে।
ব্রাজিল সর্বশেষ কোপার শিরোপা জিতেছে সেই ২০০৭ সালে। দীর্ঘ ১২ বছরের অপেক্ষা ব্রাজিলিয়ানরা এবার ঘুচাতে মরিয়া। নিজেদের মাটির টুর্নামেন্টে ফেভারিটও ব্রাজিল। তবে কাগজে-কলমের ফেভারিট হলেই তো হবে না। নিজেদের সামর্থ প্রমাণ করতে হবে মাঠে। ঢেলে দিতে হবে সেরাটা। দলের কাছ তেকে সেরাটা বের করে আনতে সেরাদের নিয়েই দল গড়তে চান কোচ তিতে। আর বর্তমানের সেরা পারফর্মারের মাপকাঠিতে ভিনিসিয়াস আছেন উপরের দিকেই।
বয়সের বাঁধার কথা বাদ দিয়ে কোচ তিতে তাই ভিনিসিয়াসের জন্য খুলে দিলেন কোপার দরজা। বললেন, ‘বিশ্বকাপের পর আমরা ৬টা ম্যাচ খেলেছি। তাতে আমরা ১৪ জনকে খেলিয়েছি, যাদের গায়ে আগে জাতীয় দলের জার্সি উঠেনি। ভিন্ন পরীক্ষা থেকে আমরা সুযোগটা দিয়েছি। তাদের নিয়েই আপনি পরীক্ষাটা করতে পারেন, যারা মানসম্পন্ন। হ্যাঁ, আমি নিশ্চিত করেই বলছি, দল ভাবনার শেষ পর্ন্ত ভিনিসিয়াসের জন্য অবশ্যই কোপার দরজাটা খোলা থাকবে।’
ব্রাজিল কোচের ‘অবশ্যই’ শব্দটা বোধহয় আরও বেশি করে রোমাঞ্চিত করে তুলেছে ভিনিসিয়াসকে।
উল্লেখ্য, আসন্ন কোপা আমেরিকা শুরু হবে ১৪ জুন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার।