ভুয়া দুদক কর্মকর্তা দুদকের জালে
রাজধানীর নয়াপল্টন এলাকার ‘গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে এক ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দুদকের একটি টিম ওই রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে।
দুদক জানায়, ভুয়া ওই দুদক কর্মকর্তা হলেন— হাসান মুন্না ওরফে রফিক (২৪)। রফিক নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার পিএ পরিচয় দিয়ে ঘুষ দাবি করেন।
দুদক সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রফিক নিজেকে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টচার্যের পিএ পরিচয় দিয়ে বিআইডাব্লিউটির যুগ্ম-পরিচালক মো. গুলজার আলীর নিকট ফোন করে দুই লাখ টাকা দাবি করেন।
গ্রেফতার রফিকের বিরুদ্ধে গুলজার আলী বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করবেন।
দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. মুনির চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর আজ তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এটা মূলত একটা গ্যাং। যারা সরকারি চাকরিজীবীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন।