‘ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দিতে হবে’

253

সারাদেশে ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল কর্মকর্তা কর্মচারীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

land

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশের কথা জানান মন্ত্রী।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি সবার সেবক হিসেবে থাকতে চাই। কিন্তু যারা নিজেদের অভ্যাস পাল্টাতে পারবেন না তাদের এখনই কেটে পড়া উচিত। আমি এসেছি সম্মানের জন্য। দুর্নীতি যেদিন স্পর্শ করবে সেদিন হবে আমার শেষ দিন। যে কেউ প্রশ্ন করলে আমি জবাব দিতে বাধ্য থাকবো।

মন্ত্রী বলেন, শিগগিরই বিভিন্ন ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট শুরু হবে।

ভূমি অধিগ্রহণের নোটিশ ইস্যুর পর মামলা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমি অফিসের নিচু শ্রেণির কর্মীরা এর সঙ্গে জড়িত থাকে। তাই এমন একটি সিস্টেম বের করছি, যাতে নোটিশ ইস্যুর পর আর মামলা না টেকে।

তিনি বলেন, বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, অর্থনৈতিক অঞ্চলসহ সব বড় প্রকল্পের ভূমি ছাড়ে প্রায়োরিটি দেয়া হচ্ছে। উপমহাদেশের প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর্ণফুলীর দুই পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কেউ ছাড় পাবেন না।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.