ভোটাররা ভোট দিতে পারবে কিনা দেখার বিষয়: ব্রিটিশ হাইকমিশনার

653

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। তিনি বলেছেন, সকল ভোটারের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।

Brtish-moulovibazar

আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লেইক এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছেন কিনা। সেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানানো হয়েছে। আমরা তাতে আশাবাদী।

তিনি বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনে সব ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার ব্লেইক প্রায় ঘণ্টাখানেক জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.