ভোট উৎসব হয়ে গেলো: ইসি সচিব
সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে ভোট উৎসব হয়ে গেলো। ২৯৯ আসনে নির্বাচন হয়েছে।
এর মধ্যে ছয়টিতে ইভিএম-এ ভোটগ্রহণ হয়েছে। কিছু এলাকায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
ভোটের দিন রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, প্রত্যেকটি সহিংস ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি। সহিংসতার ঘটনায় ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর ৪০ হাজারের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।