ভোট দিলেন হিলারি ক্লিনটন

602

নিজস্ব প্রতিবেদকঃ  নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিজ বাড়ির পাশে ভোট দিয়েছেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোটগ্রহণের শুরুর দিকেই তিনি চাপ্পাকুয়া এলাকার একটি স্কুলে ভোট দেন।

14971929_11417290191973

এ সময় হিলারির সঙ্গে থাকা স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রের পাশে সমবেত প্রায় ১৫০ জনের মতো সমর্থক ‘ম্যাডাম ক্লিনটন’ স্লোগান দিতে থাকেন।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘আমি খুব খুশি, আমি অবিশ্বাস্যরকম খুশি।’ সমর্থকদের সঙ্গে করমর্দন করেন, কথা বলেন। তিনি বলেন, ‘আমার সব বন্ধু, প্রতিবেশী, আমি খুব খুশি।’

যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট অঞ্চলের আওতাভুক্ত অঙ্গরাজ্যগুলোয় এরই মধ্যে গ্রিনিচ সময় ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ছাড়া নিউ হ্যাম্পশায়ারের জনগণ এরই মধ্যে ভোট দিয়েছেন।

Hilari-out

সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হবে। সব মিলিয়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করবেন দেশটির জনগণ। এদের মধ্যে অন্তত ২৭০ ইলেক্টোরাল কলেজ যার পক্ষে যাবে তিনিই নিরঙ্কুশভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এএফপি

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.