ভ্যালিড ডকুমেন্টের পরও তারেকের উকিল নোটিস
বাংলাদেশ:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী-কন্যা তাদের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেখাকার বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছেন বলে ফের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাই তার মতে, তারেক রহমান আর বাংলাদেশি নাগরিক নন।তারেক রহমানের উকিল নোটিসের পর সোমবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমানের মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি এবং ব্রিটিশ হোম অফিসের একটি নথি দেখিয়ে তিনি বলেন, তারেক রহমান ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে ২০১৪ সালের ২ জুন তার নিজের, স্ত্রীর এবং মেয়ের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘ফেরত পাঠান’।
পাসপোর্ট জমা দেয়ায় তারেক রহমানের নাগরিকত্ব কি বাতিল হয়ে গেছে- এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, বিদেশে পাসপোর্ট ছাড়া থাকার বিষয়টি ভিন্ন। এখন তো তার কাছে বাংলাদেশের কোনো পরিচয়পত্র থাকল না।
‘তার হিসাবে’ তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘এত কিছুর পরও যদি কারও কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে জাতীয়তবাদী দলের কেউ যদি আগ্রহী হন, লন্ডনে আমাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে দেখে আসবেন।
এসময় তিনি বলেন, আমি শুনেছি একটি উকিল নোটিস ইস্যু করেছেন। একটি বিষয় ভালো লাগল, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের অস্থা বোধ হয় পুনঃস্থাপিত হয়েছে। কারণ প্রতিনিয়ত তারা অস্থাহীনতার কথা বলেন।
শাহরিয়ার আলম বিস্ময় প্রকাশ করে বলেন, একজন কনভিকটেড ক্রিমিনাল এরকম একটি ভ্যালিড ডকুমেন্টের প্রেজেন্টেশনের পরও কিভাবে উকিল নোটিস দেন, দ্যাট বি ভেরি ইন্টারেস্টিং। তারা যদি মামলা করতে চান, উই উইল ডেফিনিটলি ফেইস ইট।
প্রসঙ্গত, শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘লন্ডনে হাইকমিশনে নিজের পাসপোর্ট জমা দিয়ে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন।’
তিনি আরো বলেন, ‘২০১২ সালে তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছেন। তিনি কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন?’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারেক রহমান। তার পক্ষে সোমবার আইনজীবী কায়সার কামাল ডাকযোগে এই নোটিশ পাঠান।