ভয় কে জয় করে ধানের শীষে ভোট দিন: এ্যাড. সিমকী ইমাম
নিজস্ব প্রতিবেদক:সকল ভয়কে জয় করে আগামী কাল দলে দলে ভোট কেন্দ্রে এসে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসির প্রতি আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান।
২০১৩ সালে মার্চ ফর ডেমোক্রেসী কর্মসূচিতে সূপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কালো দিন হিসেবে পালন করে আসছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম। দিনটি স্মরণে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আমি দেশবাসীকে দলে দলে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানাই। সকল ভয় এবং বাধা বিঘ্নতা উপেক্ষা করে ধানের শীষে ভোট দিন।
সিমকি ইমাম বলেন, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন আমরা শান্তিপূর্ণভাবে মার্চ ফর ডেমোক্রেসির জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু সেদিন আমি সহ আইনজীবীদের উপর ভয়াবহ হামলা করা হলো।আমাদের কয়েকজন আইনজীবিকে রক্তাক্ত করা হলো,এই ঘটনা দেশের ইতিহাসে একটি কলংকজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
.