মধ্যপন্থী ইসলামে ফিরে যাবে সৌদি আরব : যুবরাজ

247

নিউজবিডিইউএস:সৌদি আরবকে কট্টর রক্ষণশীলতার খোলস থেকে বের করে আবারও ‘মধ্যপন্থী, উন্মুক্ত’ ইসলামী রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আগে যেমন ছিল, সে রকম উদারনীতিতেই ফিরে যাবে সৌদি আরব।004405kalerkantho-26-10-2017-23

গত মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে বিনিয়োগবিষয়ক এক সম্মেলনে দেওয়া ভাষণে যুবরাজ এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আগে যেখানে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি, মধ্যপন্থী একটি ইসলামী দেশ যেটি সব ধর্ম ও বিশ্বের জন্য উন্মুক্ত। ’

ভাষণের শুরুতে সৌদি আরবের রক্ষণশীল সমাজব্যবস্থার সমালোচনা করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘উগ্র চিন্তাভাবনার ওপর আমরা জীবনের পরবর্তী ৩০ বছর নষ্ট করব না। খুব শিগগির আমরা সব ধরনের উগ্র চিন্তাকে শেষ করে ফেলব। আমরা দ্রুত কট্টরপন্থার অবসান ঘটাব। ’

এই প্রথম সৌদি আরবের শীর্ষ পদে থাকা কোনো কর্মকর্তা সরাসরি দেশটির কট্টরপন্থাকে আক্রমণ করে কথা বললেন। চলতি বছরের ২১ জুন হঠাৎ করে উত্তরাধিকারী যুবরাজ মনোনীত হওয়ার পর থেকেই সংস্কারের পথে এগিয়ে গেছেন মোহাম্মদ বিন সালমান।

সৌদি যুবরাজ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে তেলনির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে ‘ভিশন : ২০৩০’ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। গত মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাদশা সালমান বিন আবদুল আজিজ যে ঘোষণা দিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনেও যুবরাজের প্রভাব কাজ করেছে বলে মনে করা হয়।

সম্মেলনে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে মিসর ও জর্দানের সঙ্গে স্বতন্ত্র অর্থনৈতিক জোন গঠনের ঘোষণাও দিয়েছেন ৩২ বছর বয়সী এই যুবরাজ। আজ বৃহস্পতিবার সম্মেলনটি শেষ হবে। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার পর নিজেদের পরিবর্তিত অর্থনীতি ও রাজস্বব্যবস্থাকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সামনে তুলে ধরার জন্য এই সম্মেলনের আয়োজন করেছে দেশটি।

প্রসঙ্গত, বর্তমানে রাজতান্ত্রিক পদ্ধতিতে শাসিত হয় সৌদি আরব। তাই দেশটিতে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা নির্বাচনের ব্যবস্থা নেই। সৌদি বাদশাহই হলেন দেশটির রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী। আর সৌদির যুবরাজ হলেন উপপ্রধানমন্ত্রী। তাঁরা শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করেন। কোরআন ও সুন্নাহ হলো দেশটির সংবিধান অর্থাৎ সব আইন ও বিধির উৎস।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.