“মনটা যখন মুক্ত বাতাস, স্বাধীন আসা যাওয়া। মনের মতো মন পাওয়া চাই, এটাই মনের চাওয়া।”

854
মন-
তানিয়া আখতার (তানু মিলি)
____________________
kobi
একটা মন আনন্দে রয়, অন্যটা মন কাঁদে।
আরেকটা মন মুক্ত স্বাধীন, অন্যটা মন ফাঁদে।
একটা মন রক্তে ভেজা, আঘাত সয়ে সয়ে।
আরেকটা মন বিদ্রোহী হয়, মুক্তিকামী হয়ে।
একটা মন আপনা বিলায়, সজন প্রীতির টানে।
আরেকটা মন দ্রোহের প্রতি, আপনা নাহি চেনে।
একটা মন যাব যাব, যায়না কোথাও ভাই।
আরেকটা মন যাযাবর, রয়না ঘরে তাই।
একটা মন ছুটন্ত ট্রেন, ছুটো ছুটিই সারা।
আরেকটা মন বাদুর ঝোলা, হয়ে পাগল পারা।
মন শোনেনা মগজ আমার, মনকে বোঝাই যত।
মন থাকে তার আপন ধ্যানে, মন যে নিজের মতো।
মন ভরে না অধিক চাওয়া, মন কি জানে কতো।
একটা পেলে আরেকটা চাই, মনের চাওয়া শত।
মন হয়ে যায় উরাল পাখী, আনন্দে রয় যখন।
দুঃখ পেয়ে মন মরে যায়, নিজ ভুলে যায় তখন।
মনের ভিতর ছটফটানো, রঙ্গিন প্রজাপতি।
মন বাগানে লুকিয়ে রয়, পায়না অব্যহতি।
মনটা যখন মুক্ত বাতাস, স্বাধীন আসা যাওয়া।
মনের মতো মন পাওয়া চাই, এটাই মনের চাওয়া।
মনটা শুধু নিজের বলেই, সবাই পেতে চায়।
মনের মতো মন ছুঁয়ে যায়, তবেই দেওয়া যায়।
যাচাই করে মনটা নিও, আসল কিবা নকল।
নিঃস্ব করে দিও নাক, মনটাই সবার সকল।
যখন তুমি মনটা পাবে, দামটা দিও ভাই।
মনের দামে মন পাওয়া যায়, মনের মূল্য নাই।
আঘাত পেলে মন পুরে যায়, কেঁদেই যাবে মরে।
বুঝবে কিগো চোখের দেখায়, মনের ভিতর করে।
মন হয়েছে কাঁচের দেয়াল, ভাঙ্গবে আঘাত পেয়ে।
মন কে গড় শক্ত করে, বাস্তবতায় ধেঁয়ে।
আপনা মন পর হয়ে যায়, পরকে বেসে ভাল।
পরের মধ্যে সার্থক জনম, জীবন যে পায় আলো।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.