মনোনয়ন চেয়ে পেলেন না ফরাসউদ্দিন
আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে অন্যতম আলোচিত নাম ছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন। তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাহাবুব আলীকে।
জানা যায়, গত ১১ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ড. ফরাসউদ্দিন।
এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন ঠিক হওয়ার পরও রোববার দিনভর ফরাসউদ্দিনেরর নাম শুনা যাচ্ছিল, যে তিনি প্রার্থী হচ্ছেন। তবে ক্ষমতাসীন দলটি বর্তমান এমপি মাহাবুব আলীকে নৌকার টিকেট দিয়েছে।
উল্লেখ্য, ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংক’-এর সপ্তম গভর্নর। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ১৯৯৮ সালের ২৪ নভেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব নেন তিনি। ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ছিলেন ফরাসউদ্দিন।
অ্যাডভোকেট মাহবুব আলীর আগে এই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।