আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচিত ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আবেগ আপ্লুত কণ্ঠে নানক বলেন, নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন মাঠে থাকার। একইসঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন নানক। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান সাদেক খান।