মাছ চুরি মামলায় জামিন পেলেন ডা. জাফরুল্লাহ
মাছ চুরির মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশে চার্জশিট দাখিল করা পর্যন্ত আসামিরা জামিনে থাকবেন বলে জানানো হয়েছে।
এ মামলায় অপর তিন আসামি হলেন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ-রেজিস্ট্রার গোলাম মোস্তফা।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী এএইচএস রাশেদ জামিন শুনানিতে বলেন, ‘আসামিরা এখন পর্যন্ত জামিনের শর্ত ভঙ্গ করেননি।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা করে মুচলেকায় প্রত্যেক আসামিকে জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, গতবছরের ২৫ অক্টোবর আসামিরা আত্মসমর্পণ করলে হাইকোর্ট তাদের ৮ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। ওই সময়ের মধ্যে ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ১৯ দশমিক ৬৩ শতাংশ জায়গার ক্রয়সূত্রে মালিক ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আসামিরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে সেই জমি দখল করে জমিতে অনধিকার প্রবেশ করে লোকজন দিয়ে জমিতে থাকা মাছ চুরি করিয়েছেন।
গত ২৪ অক্টোবর কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি আশুলিয়া থানায় মামলাটি করেন।
পরে ডা. জাফরুল্লাহ চৌধুরী সবগুলো মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।