মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে: ঐক্যফ্রন্টের ইশতেহার
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রাজধানীর হোটেল পূর্বানীতে ইশতেহার ঘোষণা করেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার কার্যক্রম চলমান থাকবে’।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরু করে।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে একজন বিএনপি ও পাঁচজন জামায়াতের নেতা।
তারা হলেন- বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, এবং জামায়াতের কামারুজ্জামান, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মীর কাসেম আলী।
নির্বাচন কমিশনে নিবন্ধন হারানোর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর নেতারা নির্বাচন করছেন। কেউ কেউ আবার স্বতন্ত্র নির্বাচনেও দাঁড়িয়েছেন।
জামায়াতের সঙ্গে সখ্য প্রশ্নে শহীদ বুদ্ধিজীবী দিবসে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। সাংবাদিকদের ‘খামোশ’ ও ‘চিনে রাখলাম’ হুমকি জামায়াতের সঙ্গে গোপন সখ্য যেন সেদিন আরো ফুটিয়ে তোলে। যদিও সেই ঘটনায় পরে তিনি দু:খ প্রকাশ করেন।
গোপনে যাই হোক, নির্বাচনী ইশতেহারে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারকাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।