মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর ভোট আটকে গেল

605

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বেগম আফরোজা খান রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোনালী ব্যাংকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

d08e38a9295b74ba35fcf90f8b3a659f-5c1130dc28f87

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম রোকনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু বলেন, ঋণখেলাপি বলে ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা রিতার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আপিল করলে ইসি ৯ ডিসেম্বর তা মঞ্জুর করে রিতাকে বৈধ প্রার্থী ঘোষণা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সোনালী ব্যাংক রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে রিতা নির্বাচনে অংশ নিতে পারছেন না।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.