মারামারি-গালাগালি করে ম্যাচ জেতা যায় না: ম্যাথু হেইডেন
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্বভাবতই একটু বেশি আগ্রাসী। অতীতের প্রায় সব ম্যাচেই আগ্রাসী মনোভাব দেখিয়েছে অজি ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সেই আগ্রাসী মনোভাব দেখানোর পরামর্শ দিয়েছেন সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন।
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ম্যাথু হেইডেন বলেন, ‘প্রতিক্ষকের সঙ্গে পাল্লা দিয় লড়াই করার মানসিকতা নিয়েই আমাদেরকে খেলতে হবে। নিজেকে ভালো ছেলে প্রমাণ করার জন্য কেউ মাঠে নামে না। আমরা লড়াকু মেজাজে না থাকলে সেরা ক্রিকেটটা খেলতে পারি না। এখানে লড়াই মানে হাতাহাতি বা গালাগালির কথা বলছি না। শরীরের ভাষার কথা বলছি। জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামলে শরীরের ভাষা যে রকম থাকে, সে রকমই থাকা উচিত মাঠে। মাইকেল ক্লার্ক এটাই বলতে চেয়েছে। আর এটাই ঠিক।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ৪৭টি টেস্ট এবং ৭৪টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘পছন্দের দল হওয়ার দুশ্চিন্তা বাদ দিয়ে কীভাবে প্রতিপক্ষের সমীহ আদায় করা যায় আমাদের সেই চিন্তা করতে হবে। কারো ভালো লাগুক বা না লাগুক, আমি চাই অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলুক। এটা আমাদের রক্তে মিশে আছে। এটা ছেড়ে দিলে হয়তো আমাদের সবাই ভালোবাসতে পারে। কিন্তু আর ম্যাচ জেতা হবে না।’
ক্লার্কের সেই পরামর্শ অনুসরণ করেই চলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনটি জানিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক টিম পেইন বলেন, ‘প্রতিক্ষের কাছে পছন্দের দল হয়ে ওঠার প্রশ্নই নেই। আমরা চাই অস্ট্রেলিয়ার মানুষ ও ক্রিকেটপ্রেমীরা আমাদের পছন্দ করুক। ক্লার্কের ইচ্ছে অনুযায়ী আমরা কঠোর অস্ট্রেলিয়ান ক্রিকেটই খেলব। সবশেষ দুবাই টেস্টে আমরা যেভাবে খেলেছি সেভাবেই খেলাটাই চালিয়ে যাব।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১-১) ড্র করেছে ভারত। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কোহলিদের অস্ট্রেলিয়া সফর শেষ হবে।