মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানি নাগরিক মাসাজো নোনাকা। তিনি ১১৩ বছর বয়সে জাপানের উত্তর হোক্কাইডো দ্বীপে নিজ বাড়িতে মারা যান।
তার পরিবার জানায়, রোববার স্বাভাবিকভাবেই মারা যান। তিনি তখন ঘুমিয়ে ছিলেন। তিনি চারটি প্রজন্ম রেখে গেছেন।
তিনি ১৯০৫ সালের ২৫ জুলাই একটি বৃহৎ পরিবারে জন্মগ্রহণ করেন।
নোনাকার ছয় ভাই ও এক বোন। ১৯৩১ সালে তিনি বিয়ে করেছেন। তিনি পাঁচ সন্তানের জনক।
জাপানীরা সাধারণত সবচেয়ে বেশি বয়স পেয়ে থাকেন। এর আগে রেকর্ড গড়ে মারা যান জাপানি নাগরিক জিরোমন কিমুরা। ২০১৩ সালে ১১৬ তম জন্মদিন তিনি দেখতে পেয়েছেন। এর কিছুদিন পরে তিনি মারা যান।
সূত্র: গার্ডিয়ান।