মার্কিন কংগ্রেসে নারীদের নতুন রেকর্ড
মার্কিন কংগ্রেসে রেকর্ড গড়েছেন নারী সদস্যরা। অন্য যেকোনও বারের তুলনায় এবারই সবচেয়ে বেশি নারী সদস্য কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের নির্বাচনের পর ১১৩ আসনে বিজয়ী হয়েছেন তারা। এর আগে এই রেকর্ড ছিল ১০৭ আসনের যা স্থানীয় সময় বুধবার সকালে ভেঙে যায়। এবার ১১৩ জনের মধ্যে একেবারেই নতুন হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ২৮ জন নারী। নারী সদস্য বেড়ে যাওয়ার কারণ হলো এবার দুটি দল থেকে নারী প্রার্থীরা বেশি মনোনয়ন পেয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাটরা নারীদের বেশি মনোনয়ন দেয়। এ কারণে অন্যবারের চেয়ে এবার নারী প্রতিনিধি বেশি নির্বাচিত হয়েছে।
জানা গেছে, এবার নতুন নির্বাচিত হওয়ার ২৮ জন নারী প্রতিনিধির মধ্যে ২৭ জনই ডেমোক্র্যাটদের। এর আগে প্রথমবার নারীদের এমন জয়জয়কার দেখা গিয়েছিল ১৯৯২ সালে। তখন নারীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। এ কারণে ওই বছরকে ‘ইয়ার অব ওম্যান’ হিসেবে চিহ্নিত করা হয়। এবার মূলত ট্রাম্পের প্রেসিডেন্সি ঠেকাতেই বিশাল সংখ্যক নারী নির্বাচনের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা মি টু আন্দোলনও প্রভাব ফেলেছে এতে। ফলে এবারের নির্বাচনকেও আরেকটি ‘ইয়ার অব ওম্যান’ ভাবা হচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। অপরদিকে, আট বছর পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।