মার্কিন কর্মকর্তারা প্রথম শ্রেণির নির্বোধ: খামেনি

487

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তাকে ‘প্রথম শ্রেণির নির্বোধ বলে’ অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এসব কর্মকর্তা ইসলামিক প্রজাতন্ত্রের পতনের ভবিষৎবাণী করায় বুধবার তিনি এই মন্তব্য করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

US Officials Are Idiots

‘কিছু মার্কিন কর্মকর্তা পাগলের ভান করে থাকে। তারা অবশ্যই প্রথম শ্রেণির নির্বোধ,’ তেহরানে বক্তৃতা দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন বলে জানানো হয় তার অফিসিয়াল টুইট ফিড থেকে।

২০১৮ সালের মধ্যে ইরানের সরকারের পতন ঘটবে বলে ভবিষৎবাণী করেছিলেন কিছু মার্কিন কর্মকর্তা। তাদেরই সমালোচনায় তিনি মন্তব্য করেন।

‘কিছুদিন আগে একজন মার্কিন কর্মকর্তা সন্ত্রাসী আর গুন্ডাদের এক সমাবেশে বলেছিলেন, উনি তেহরানে ক্রিসমাস উদযাপন করবেন,’ বলেন খামেনি।

‘ক্রিসমাস তো চলে গেল কয়েক দিন আগে। এভাবেই কাজ করে যুক্তরাষ্ট্রের হিসাব-নিকাশ,’ যোগ করেন তিনি।

খামেনি এই মন্তব্যে কোন কর্মকর্তার প্রতি ইঙ্গিত করেছেন তা পরিষ্কার নয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনেকেই ইরানের সরকার বদলের কথা বলেছেন এবং এটা শীঘ্রই ঘটবে বলে পূর্বাভাস দেন তারা।

এমন মার্কিন কর্মকর্তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনও রয়েছে। তিনি বহুদিন ধরেই ইরানের সরকারের পতন ঘটানোর কথা বলে আসছেন। প্রায়ই তিনি নির্বাসিত পিপলস মুজাহিদিন অফ ইরানে (এমইকে)-এর বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেন। তেহরান এই সংগঠনটিকে একটি সন্ত্রাসী বলে মনে করে।

২০১৭ সালের জুলাই মাসে প্যারিসে এমইকে’র এক সভায় তিনি বলেছিলেন, ‘২০১৯-এর আগেই আমরা তেহরানে আনন্দ উদযাপন করব’।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.