মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

577

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়েলকে বরখাস্ত করার কথা ভাবছেন বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

Trump-might-Fire-US-Central-Bank-Chiefমার্কিন পত্রিকা ব্লুমবার্গের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত কয়েক মাস ধরে পুঁজিবাজারের দুর্বল অবস্থার কারণে তিনি পাওয়েলের ওপর অসন্তুষ্ট ছিলেন। এই সপ্তাহে সুদের হার বেড়ে যাওয়ার পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কর্মকর্তার ওপর তার অসন্তোষ চরম আকার ধারণ করে।

ট্রাম্প গত কয়েক দিনে ব্যক্তিগত আলাপে বেশ কয়েকবার পাওয়েলকে বরখাস্ত করার কথা বলেছেন, একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় ব্লুমবার্গ।

হোয়াইট হাউজের মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ফেডারেল রিজার্ভের মুখপাত্রও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর ঘোষণা দেয়। এই নিয়ে ২০১৮ সালে চতুর্থবারের সুদের হার বৃদ্ধি করল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। সামনে আরও কয়েকবার ‘ধীরে ধীরে’ এই হার বৃদ্ধি করারও ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়াল স্ট্রিটসহ আন্তর্জাতিক অর্থ বাজারগুল মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও নমনীয় কৌশল আশা করছিল। পাওয়েলকে বরখাস্ত করা হলে তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.