মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নতুন মুখ
আগামী বছরই ফের প্রেসিডেন্ট নির্বাচনে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে পুরনো প্রার্থীদের সঙ্গে নতুন করে যোগ হবে আরও অনেকেই। ইতিমধ্যে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কেউ কেউ।
নতুনদের মধ্যে অনেকটা পরিচিত মুখ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার সদস্য এবং টেক্সাসের সান আন্তোনিওর সাবেক মেয়র জুলিয়ান কাস্ত্রো। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সাবেক আবাসন ও নগর উন্নয়নবিষয়ক এ মন্ত্রী।
আমেরিকার প্রথম কোনো হিস্পানিক প্রেসিডেন্ট হতে শনিবারই নিজের মনোবাসনা প্রকাশ করেছেন তিনি। রয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান তুলসী গ্যাবার্ড। শুক্রবার সিএনএনকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এ নারী। নতুনদের মধ্যে আরও রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেন। খবর এএফপির।
ট্রাম্পের পাশাপাশি পুরনোদের মধ্যে থাকছেন গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রয়েছেন বার্নি স্যান্ডার্স। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন মেরিল্যান্ড থেকে তিন তিনবার নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা জন ডেলানি। ২০১৭ সালেই প্রার্থিতার ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট লড়াইয়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়ার আইনপ্রণেতা রিচার্ড ওজেদা, ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা বংশোদ্ভূত ব্যবসায় উদ্যোক্তা অ্যান্ড্রু ইয়াং। তালিকায় আরও রয়েছেন সিনেটর কমলা হ্যারিস, সিনেটর কোরি বুকার, সিনেটর কিস্টেন গ্রিলিব্র্যান্ড ও সিনেটর অ্যামি ক্লবুচার।
আগামী বছরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে জুলিয়ান কাস্তোই হচ্ছেন সবচেয়ে হাইপ্রোফাইল প্রার্থী। জো বাইডেন, এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স ও কমলা হ্যারিস এবং বিলিয়নিয়ার ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে।