মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে মুখে ‘কুলুপ’

399

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। শুক্রবার সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা। তারা বেলা সাড়ে ১১টার দিকে বের হয়ে আসেন।

bnp

তবে দীর্ঘ দেড় ঘণ্টার রুদ্বদ্ধার এই বৈঠক নিয়ে কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। এমনকি পরে ফোনে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক মহল।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.