মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই

452

নিউজবিডিইউএস ডেস্কঃক্যান্সারের কাছে হার মেনে মারা গেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর জন ম্যাককেইন। রিপাবলিকান দল থেকে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।স্থানীয় সময় শনিবার জন ম্যাককেইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার আত্মীয়-স্বজনরা পাশেই ছিলেন।john-mccain
গত ২০১৭ সাল থেকে মারাত্মক ব্রেইন টিউমারে আক্রান্ত জন ম্যাককেইন টানা চিকিৎসা নিচ্ছিলেন। তবে শুক্রবার তিনি আর চিকিৎসা না নেয়ার সিদ্ধান্ত নেন বলে জানান জন ম্যাককেইনের পরিবার।
জন ম্যাককেইনের মেয়ে মেগান টুইটারে লিখেন, ‘বাবাকে ছাড়া সামনের দিনগুলো আমাদের আর আগের মতো হবে না। তবে বেঁচে থাকা আর ভালোবাসার যে উদাহরণ তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো ভেবে দিনগুলো ভালো কাটবে।’
ছয়বারের এই সিনেটরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জন ম্যাককেইন ছিলেন ট্রাম্পের কড়া সমালোচকদের একজন। ট্রাম্প বলেন, ‘জন ম্যাককেইনের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সম্মান রইল। তার সঙ্গেই আমাদের আত্মা মিশে আছে এবং তার জন্য প্রার্থনা করি।’
জন ম্যাককেইনের বাবা এবং দাদা ছিলেন নৌবাহিনীর অ্যাডমিরাল। যুদ্ধবিমানের পাইলট হিসেবে তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন। তার বিমানটি ভূপাতিত হলে তাকে বন্দি করা হয়। পাঁচ বছর বন্দি জীবন কাটিয়ে পরে মুক্তি পান জন ম্যাককেইন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.