মালয়েশিয়ায় দুই বাংলাদেশী অপহরণকারী নিহত

491

মালয়েশিয়ান পুলিশের গুলিতে দুর্ধষ দুই বাংলাদেশী অপহরণকারী নিহত হয়েছে। তারা ১৩জন অপহরণকারী দলের সদস্য ছিল। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মালয়েশিয়ার তামান মুডুন এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

image-144123-1550074364

কুয়ালালামপুরের পুলিশ প্রধান সেরি মাজলান লাজিম বলেছেন, গত ১৩ জানুয়ারি পাসার পাডু এলাকায় এক বাংলাদেশীকে হত্যার পর থেকেই দুই বাংলাদেশীর উপর নজর রাখা হচ্ছিল।

তিনি বলেন, আমাদের একটি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহত দুই বাংলাদেশী একটি অপহরণকারী দলের নেতৃত্বে ছিলেন। যে দলটি এই পর্যন্ত ২.৫ মিলিয়ন রিংগিট ( প্রায় ৫ কোটি টাকা) সংগ্রহ করেছে।

এর আগে মঙ্গলবার একটি বিবৃতিতে তিনি বলেছেন, শুক্রবার একজন বাংলাদেশীকে অপহরণের পর ২ লাখ রিংগিট মুক্তিপণ দাবি করা হয়েছে।

তিনি বলেন, অপহরণকারীরা যে এলাকায় ছিলেন, সেখানে পুলিশ পৌঁছামাত্র ভয়ঙ্করভাবে অতর্কিত গুলি শুরু হয়েছিল।

যেখান থেকে ৩০ বছর বয়সী এক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আধা স্বয়ংক্রিয় পিস্তলসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুয়ালালামপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান পরিচালনার সময় পুলিশ স্থানীয় দুই অপহরণকারীকেও আটক করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.