মাশরাফির জন্য ভোট চাইবেন শেখ হাসিনা

371

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার জন্য ভোট চাইবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

Narail Mashrafi-Home

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী দিবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাশাপাশি মাশরাফিও প্রথমবারের মতো ভোটারদের সাথে ভিডিও কনফারেন্সে নির্বাচনী সভায় বক্তব্য দিবেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ফয়জুল হক রোম জানান,  মঙ্গলবার বিকাল ৩টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন।

এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ভোটারদের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারেন বলে মনে করছেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু জানান,  প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে নড়াইল-২ আসনে নির্বাচনী জনসভায় আসতে পারছেন না। সময় সংক্ষিপ্ত হওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিবেন তিনি।

তিনি জানান, নেতৃবৃন্দ ও এলাকার ভোটাররাও প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.