মাশরাফির প্রতিদ্বন্দ্বী ড. ফরহাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন ড. ফরিদুজ্জামান ফরহাদ।
সোমবার বিকাল ৩টায় ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মোবাইলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ড. ফরহাদ ২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল হিসেবে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন।
নড়াইল-২ আসন নড়াইল ও লোহাগড়ায় নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। পুরুষ ভোটার ১,৫৬৮৮৭ ও মহিলা ভোটার রয়েছে ১,৬০৬২৪ জন।