মাশরাফির সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

718

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন।

image-119696-1544199847

নড়াইলের লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ মতবিনিময়ে এসব কথা বলেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমরা নিবার্চনী আচরণবিধি মেনে চলতে চাই। তাই নির্বাচন কমিশনের কাছে সমান সুযোগ-‘লেভেল প্লেয়িং’ ফিল্ড চাই। এ নিবার্চন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের অংশ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি জহুরুল হক কামাল, মোহাম্মদ হোসেন মহত, কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা এনপিপির আহ্বায়ক বিল্লাল হোসেন, কাজী শওকত আলী, সাধারণ সস্পাদক শেখ হাফিজুর রহমান প্রমুখ। এ বিষয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো নির্বাচনী সভা-সমাবেশ করছি না। ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা করছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.