মাশরাফি-সাকিব আ’লীগের মনোনয়নপত্র নেবেন রোববার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টেস্ট ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল রোববার সকাল ১০টায় তারা (মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান) ধানমন্ডি কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর ১২টায় তারা (মাশরাফি ও সাকিব) উনার (ওবায়দুল কাদের) কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে, তারা আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মনোনয়ন ফরম কেনার জন্য আসবেন।
মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান তাদের নিজ নিজ জেলা নড়াইল ও মাগুরার নির্বাচনী আসনে ভোটের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।
ধানমন্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে।