‘মাহমুদউল্লাহ আমাদের অটোমেটিক চয়েজ’

743

জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিন টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। আগামী দিনের সম্ভাব্য অধিনায়ক রিয়াদ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘রিয়াদ আমাদের অটোমেটিক চয়েজ।’

জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন টেস্টের দুটিতে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াদ, সবশেষ খেলা ছয় ওয়ানডেতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে একাদশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘রিয়াদ আমাদের অটোমেটিক চয়েজ। এশিয়া কাপ থেকেই সে দারুণ বোলিং করছে। এটাও একটা সুবিধা আছে। তাছাড়া আমাদের দুই তিনজন স্পিনার আছে, যারা ব্যাটিংও করতে পারে। আমরা যদি তিনজন পেসারও খেলাই তারপরও কম্বিনেশন খারাপ হবে না।’

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, ‘টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে কত রান আমরা করতে পারব, এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে মিরপুরের এই উইকেটে ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়।’

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ কি ফেভারিট? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি বলবো সমানে সমান। ওদের মাসল পাওয়ার আছে। যেটা এই ধরনের ফরম্যাটে খুব বেশি কাজ করে। ওদেরকে বড় কোনো জুটি গড়তে দেয়া যাবে না। উইন্ডিজের বিপক্ষে জিততে হলে আমাদের অবশ্যই হোম ওয়ার্ক করতে হবে। একইসঙ্গে মাঠে বাস্তবায়নটা শতভাগ ঠিক থাকতে হবে। অন্তত ৮০ ভাগ ঠিক থাকলে হয়তোবা ভালো ম্যাচ হবে।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.