মুসলিম অভিবাসীদের স্বার্থরক্ষায় কাজ করবে নিউ ইয়র্কের সিটি মেয়র
নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম অভিবাসীদের হয়রানি বন্ধসহ সকল প্রকার নাগরিক সুবিধা প্রদানের ঘোষনা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও।
স্থানীয় সময় গত রোববার রাতে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফর মেয়র বিল ডি ব্লাজিও ফান্ডিং ইভেন্ট’ এর আয়োজনে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিল সাইডে একটি ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত ব্লাজিওর নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বিল ডি ব্লাজিও এ ঘোষনা দেন।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, মুসলিম অভিবাসীরা কোনো ধরনের বিদ্বেষপূর্ণ হামলা কিংবা হয়রানির শিকার হলে দ্রুত মেয়রের কার্যালয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফর মেয়র বিল ডি ব্লাজিও ফান্ডিং ইভেন্টসে মেয়র বলেন, নিউ ইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়। বাংলাদেশিদের এ ধরনের মহতি অনুষ্ঠানের আয়োজনে তিনি অভিভূত বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফান্ডিং ইভেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহেদুর রহমান, কো-অর্ডিনেটর আকতার হোসাইন, ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়র ড. নিনা আহমেদ ও ফান্ডিং ইভেন্টের সদস্যসচিব ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে নিউ ইয়র্ক প্রবাসী বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশিরা উপস্থিত ছিলে ।