মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের বিজয় দিবসের অনুষ্ঠানে জাতিয় পতাকার অবমুল্যায়ন: প্রবাসীদের মধ্যে সমালোচনার ঝড়

625
স্টাফ রিপোর্টার:মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৮ ডিসেম্বর আলোচনা সভার আয়োজন করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগ।

(জাতীয় পতাকা টেবিলের উপর বিজয় দিবসের অনুষ্ঠান!)
(জাতীয় পতাকা টেবিলের উপর বিজয় দিবসের অনুষ্ঠান!)

ফল চার্চের কাবাব কিং রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আলোচকদের টেবিলের উপর বাংলাদেশের জাতীয় পতাকাকে টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করা হয়েছে। তার উপরে চিনির পট, পানির গ্লাস, পানির জগ, চায়ের কাপ, ফোনসহ বিভিন্ন জিনিষ রাখা হয়। জাতীয় পতাকার চরম অসম্মান করার ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে সমালোচনার ঝড় ওঠে।FB_IMG_1513716320820

লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত পতাকা তথাকথিত চেতনার ব্যবসায়ীদের দ্বারা এমন অবহেলা, অসম্মান বাংলাদেশীদের ব্যাথিত  করে তুলেছে। যারা এমন ঘৃন্ন কাজ করেছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবী তুলেছেন অনেকে। পাশাপাশি এ কাজের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার কথাও বলেছেন কেউ কেউ।FB_IMG_1513703506801
অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি মো: সাদেক খান, সাধারন সম্পাদক মাহমুদুন্নবি বাকি, সহ সভাপতি নুরুল আমিন,          সহ সভাপতি     মো: আজম,         সহ সভাপতি   জুয়েল বড়ুয়া,যুগ্ম সাধারন সম্পাদক মো: কামাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.