মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবকলীগের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ ডিসেম্বর

444

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন মেট্রো স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ার স্প্রিরিংফিল্ডের অভিজাত হোটেল হলিডে ইননের হলরুমে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটসের স্থানীয় মিলনায়তনে। মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির-সহ আর্ন্তজাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, দুরুদ মিয়া (রনেল), যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান (তুরান), এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল ইসলাম দিপু, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

unnamed

বাংলাদেশে ৪৫তম বিজয় উল্লাসে আলোচনা সভা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, বিশেষ বক্তা যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদেক মো: খান, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকী, সহ সভাপতি সিব্বির আহমেদ, নূরুল আমিন নূরু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবনে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, দুরুদ মিয়া (রনেল), যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান (তুরান), এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমুখ।

সভাপতি আবুল হোসেন শিকদার জানান, আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বিজয় উল্লাস আয়োজনে নেতা-কর্মীরা সবাই খুশী এবং এমনটাই তাদের প্রত্যাশা ছিল। ওয়াশিংটনে ব্যতিত্রুমধর্মী এ আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ স্বাধীনতা স্বপক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.