মেনন-ইনুর দলকে ৮ আসন দিচ্ছে আ’লীগ
জোট- মহাজোটের শরিকদের ৭০টার বেশি আসন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধাররণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকে জোট ও মহাজোট শরিকদের সাথে বৈঠক করে আওয়ামী লীগ।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের, আমরা ইন্টারন্যাল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছ তা এখনও পরিষ্কার নয়। শরিকদেরকে ৬৫-৭০টার বেশি আসন দেয়া হচ্ছে না।
তার আগে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রকৃতপক্ষে লক্ষে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে। এখানে আবেগের কোনো জায়গা নেই।
কয়টা আসন পেয়েছেন জানতে চাইতে তিনি বলেন, আমরা পেয়েছি আরও পার। আমরা আশাবাদী চূড়ান্ত হওয়া সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি।
তার আগে জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে জাসদ একাংশকে তিনটি আসন ছেড়ে দেওয়ার কথা হয় আওয়ামী লীগের পক্ষে। তবে তাদের পক্ষ থেকে ৫টি আসন চাওয়া হয়েছে। এবিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হসিনার সাথে কথা বলে বাকিটা চূড়ান্ত হবে জাসদ সূত্র জানায়।
এরপর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে বৈঠক হয়।
ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর প্রভাবশালী এক সদস্য বলেন, আওয়ামী লীগ পাঁচটি আসন দিতে চাইছে। তবে আমাদের দাবি আরো বেশি। আশা করছি আমরা আরো দুই একটা বেশি আসন পাবো।