মেসির জাদুতে রিয়াল মাদ্রিদের পরাজয়
নিউজডেস্ক: ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণএবং সেরা লড়াই এল ক্লাসিকো৷ যেটি দেখার জন্য সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন৷ শিরোপা নির্ধারণ হোক না হোক ক্লাসিকো মানেই উত্তেজনা আর বারুদে ঠাসা একটি ফুটবল ম্যাচ৷ রোববারও তার ব্যতিক্রম হয়নি৷ রোববার উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মেসির জোড়া গোলে বার্নাব্যুতে ৩-২-এ রিয়ালকে হারিয়ে লা লিগার লড়াইয়ে ফিরে এল বার্সা৷
গ্যালারিতে উপস্থিত ছিল ৮০,০০০ বেশি দর্শক৷ ঘরের মাঠে খেলার সুযোগ নিয়ে এদিন খেলার শুরুটা ভালোই করে রিয়াল৷ ২১ মিনিটে রোনাল্ডোর শট আটকে দেন বার্সা গোলকিপার টের স্টেগেন৷ ২৮ মিনিটে কাসিমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল৷ মার্সেলোর পাস থেকে বক্সের মধ্যে ধরে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি৷ লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনাল্ডোরা৷ কারণ বিপক্ষ দলে যে লিও মেসি বলে একজন আছেন যে! ৩৩ মিনিটে রাকিটিচের পাস ধরে গোল করে বার্সাকে সমতায় ফেরান আর্জেন্তিনিয়ান ম্যাজিসিয়ান৷ প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১৷ ৭৩ মিনিটে অনবদ্য গোল করে কাতালানদের এগিয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা রাকিটিচ৷ চার মিনিট পর মেসিকে ফাউল করে রামোস লালকার্ড দেখেন৷ ফলে বাকি ১৩ মিনিট দশ জনে খেলতে হয় রিয়ালকে৷ ৮৫ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান হামেস রডরিগেজ৷ এর অতিরিক্ত সময়ে সের্জিও রর্বাতোর অনবদ্য প্রতি আক্রমণ থেকে গোল করে বার্নাব্যুতে বার্সাকে মধুর জয় এনে দেন মেসি৷ এই গোল করার সঙ্গে সঙ্গে বার্সার হয়ে ৫০০ গোল করে ফেললেন বাঁপায়ের এই আর্জেন্টিনিয়ান৷
এই জয়ের পর ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে সরিয়ে লা লিগায় একে ফিরে এল বার্সেলোনা৷ এক ম্যাচ কম খেলে বার্সার সঙ্গে ‘হেড টু হেড’ লড়াইয়ে হেরে টেবিলে দু’য়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ৷