মোদির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়লেন সাবেক সিবিআই প্রধান

379

সিবিআইপ্রধান অলোক ভার্মাকে অপসারণ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পদে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়লেন এ কর্মকর্তা।এনডিটিভি জানায়, সিবিআই-প্রধান হিসেবে ‘কাঙ্ক্ষিত সততার’ পরিচয় না দেওয়ার কারণ দেখিয়ে অলোককে অপসারণ করা হয়েছে।

image-132122-1547223190

শুক্রবার ফায়ার সার্ভিসের মহাপরিচালক পদে যোগ দেওয়ার কথা ছিল অলোক ভার্মার।

এদিকে এক বিবৃতিতে অলোক বলেন, ‘সাধারণ ন্যায়বিচার আর রক্ষা করা হচ্ছে না এবং নিম্ন স্বাক্ষরকারীকে পরিচালকের পদ থেকে সরানোর জন্য পুরো প্রক্রিয়াটি উল্টোভাবে পরিচালিত হয়েছে।’

বিবৃতিতে অলোক বলেছেন, গতকালের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, সিবিআইয়ের মতো একটি প্রতিষ্ঠানকে প্রতিটি সরকার কীভাবে বিবেচনা করছে। এই বিষয়ে সমন্বিতভাবে অন্তর্দৃষ্টি দেওয়ার সময় এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি কমিটি বৃহস্পতিবার তাকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রধানের পদ থেকে অপসারণ করে।

এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পদে অলোক ভার্মাকে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার তিনি পদত্যাগ করেন। আগামী ৩১ জানুয়ারি অলোক ভার্মার অবসরে যাওয়ার কথা ছিল।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.