মোহনপুরে নৌকার পক্ষে আসাদের গণসংযোগ
অনলাইন ডেস্ক: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের মহব্বতপুরে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
গত শনিবার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন। এই সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিন বেল্লাহ, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বকুল, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মাসুম, যুবনেতা আলী আজম সেন্টু, মোস্তাক আহমেদ, ইউপি মেম্বার শফিকুল ইসলাম, ইউপি যুবলীগে নেতা প্রভাষক আক্কাস আলী, ইউপি আওয়ামী লীগ সদস্য আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ, মোহাসিন, মোহনপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শেখ প্রমূখ।
উঠান বৈঠকে আজাদুজ্জামান আসাদ বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করে চলেছে তা সম্পূর্ণ করে একটি উন্নত দেশে পরিণত করতে দলমত নির্বিশেষে সকলকেই আবার নৌকায় ভোট দেওয়ার আহবান করেন। যাতে গ্রামীণ জনজীবনে উন্নয়নের অগ্রযাত্রা বন্ধ না হয়। দলের নেতাকর্মীকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো সাধারণ জনগণের মাঝে প্রচার করতে হবে। জনগণ যাতে নৌকায় ভোট দেয় তা তার জন্য সরকারের সকল রাষ্ট্রীয় কর্মকান্ড সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোট চাইতে হবে।