যশোরে-২ আসনের ধানের শীষের প্রার্থী আটক
জাতীয় সংসদের ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টায় ঝিকরগাছা থানা পুলিশের একটি দল তার শহরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল ভাংচুর করে।