যশোরে-২ আসনের ধানের শীষের প্রার্থী আটক

163

জাতীয় সংসদের ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টায় ঝিকরগাছা থানা পুলিশের একটি দল তার শহরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

374287_185

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী জানান, একটি মামলায় তার নামে ওয়ারেন্ট ছিল। সে মামলায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল ভাংচুর করে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.