যার জন্য ২০ লাখ আমেরিকান এখন মুসলমান

243

নিউজবিডি ইউএসডেস্কঃ

যার জন্য ২০ লাখ আমেরিকান এখন মুসলমান সে আর কেউ না ক্যাসিয়াস মার্সেলাস ক্লে,যে বর্তমানে মোহাম্মদ আলি ক্লে।

14017607_162905374135539_173405265_n

বর্ণবৈষম্য আর লাঞ্ছনা-গঞ্জনার শিকার হয়ে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে ইসলামের সু-শীতল ছায়ার নীচে আসেন। ১৯৬৪ সালে তিনি যখন খ্যাতির শীর্ষে, বিশ্ব হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপে বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা সনি লিস্টনকে হারিয়ে যখন হুঙ্কার দিয়েছিলেন। তার সেই হুঙ্কারে কেঁপে উঠলো সারা বিশ্ব।

গ্রেটেস্ট। আজ থেকে আমি আর ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নই, আজ থেকে আমি মোহাম্মদ আলি ক্লে। মাথা উুঁচু করেই থাকবো আজ থেকে। কারণ, মোহাম্মদ কখনও মাথা নীচু করতে জানে না।

13988697_162905370802206_939045904_n

ক্যাসিয়াস মার্সেলাস ক্লে থেকে মোহাম্মদ আলি- তার নিজের মুখ থেকে ধর্ম পরিবর্তনের কথা শোনার পর যেন সারা বিশ্বের ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের মাথায় বাজ পড়ার মত অবস্থা হয়। সবাই স্ব-বিস্ময়ে লক্ষ্য করে, বিশ্বের সবচেয়ে শক্তিমান মানুষটি ইসলামের ছায়াতলে এসে কেমন বদলে গিয়েছেন, সমাজ বদলে দেয়ার জন্য কিভাবে সারাজীবনটা ব্যায় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.