যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মহান বিজয় দিবস পালন
জাহিদ, ওয়াশিংটন:
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। গত ১৯ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীরা একাত্তরের বীর শহীদ ও মুক্তিযাদ্ধাদের শ্রদ্ধাভরে শ্মরণ করে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশী অতিথি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টর উধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ, নানান শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তর্বিগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদ, মেট্রো ওয়াসিংটন আওয়ামী লীগের সভাপতি মো: সাদেক খান, এডভোকেট মোঃ অমর ইসলাম, দস্তগীর জাহাঙ্গীর, ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ শফউিল আলম, ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর মো: আবু রুমী ও আখতার হোসেন ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওয়াসিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে নিরস্ত্র বাঙ্গালীর ওপর গণহত্যা শুরু করে তৎকালীন পাকিস্তানী শাসক গোষ্ঠি। এতে বিশ্ব হতবাগ হয়ে পড়ে। তিনি বলেন, পাকিস্তানী শাসক গোষ্ঠীর নির্মম বর্ররতার কারনে বাঙ্গালীদের ন্যায়সঙ্গত অধিকার ও মানবাধিকার রক্ষায় পাশে এসে দাঁড়ায় আমেরিকার জনগণ, মানবাধিকার সংগঠন, সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডি, সাবেক কুটনীতিক এবং ঢাকার কনসাল জেনারেল আর্চার কে. ব্লাড, বিখ্যাত সংগীত শিল্পি জর্জ হেরিসন এবং কবি এলেন সহ অনেক। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আরো জানান, সে সময় নিরস্ত্র এবং অসহায় বাঙ্গালীদের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সরকার বেশ কয়েকজন আমেরিকান বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানিয়েছে। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল ও কালচারাল) সায়মা ইশরাত রোনি’র সন্চালনায় সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ড এন্ড ফ্যামেলী এবং বাংলা স্কুলের শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে নৈশ ভোজ করানো হয়।