যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রোজাদার মুসলিম তরুণী খুন

208

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রোজাদার মুসলিম তরুণী অপহরণ ও খুন হুয়েছে। স্থানীয় সময় গত রবিবার ভার্জিনিয়ার ফেয়ারফেক্স নগরের দুলাস এলাকায় সেহরি খাবের পর নাবরা হাসানেন  নামের  ঐ তরুনী নিখোঁজ  হয়।। পরদিন সোমবার পার্শ্ববর্তী একটি পুকুর পুলিশ তার মৃতদেহউদ্ধার করে।1497947578018-54986896  (ছবিঃনিহত নাবরা ও ঘাতক ডারউইন )                                       খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ভার্জিনিয়া পুলিশ জানায়, গতকাল রবিবার ভোর রাতে ভার্জিনিয়ার ফেয়ারফেক্স নগরের দুলাস এলাকায় মুসলিম সোসাইটির মসজিদ থেকে সেহরি খেয়ে বন্ধুদের সঙ্গে ঘরে ফিরছিলেন ১৭ বছরের নাবব্রা  হাসানেন।কিন্তু নাব্রা আর ঘরে ফেরেনি। চব্বিশ ঘন্টা খোঁজাখুঁজির পর সোমবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে পুলিশ নাব্রার লাশ উদ্ধার করেন। তিনি ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সঠিক কারন এখনো জানা য্যনি। তবে এটী একটি জাতি বিদ্বেষের ঘটনা বলে ধারনা করেছে পুলিশ।

জানা গেছে রবিবার মসজিদে যাওয়ার পথে ডারউইন মার্র্টিনেজ নামে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। নাবরাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল ওই যুবক। তরুণী নিখোঁজ থাকার খবরে তাই প্রথমে ডারউইনের ওপরেই সন্দেহ হয় পুলিশের।
স্থানীয়দের বর্ণনা মতো ডারউইনের একটি স্কেচ আঁকে ভার্জিনিয়া পুলিশ। সোমবার স্থানীয় একটি ক্লাব থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জেরায় নাবরাকে খুনের কথা স্বীকার করেছে সে। ঠিক কী কারণে সে নারাকে খুন করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। আগামী ১৯ জুলাই নাবরা হাসানেনের খুনের শুনানির দিন ধার্য্য করেছে আদালত। ঐদিন ডারউইন মার্র্টিনেজকেও হাজির করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.