যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজলের পিতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ষ্টেটের বাল্টিমোর সিটিতে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও সসমাজসেবক মোহাম্মদ কাজলের পিতা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী খাজা বেকারীর স্বত্তাধিকারী হাজী সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না–রাজিউন)।
গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সুলতাল মন্জিলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বসুরহাট পৌর হলে। মুহম্মদনগরের বায়তুল নাজাত জামে মসজিদে ২য় জানাযা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ব্যারিষ্টার মওদুদ আহমদ, পৌর মেয়র আবদুল কাদের মির্জা, হাসনা জসিমউদ্দিন মওদুদ সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এছাড়া, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় গত রবিবার ১৯ ফেব্রুয়ারী সন্ধায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ষ্টেটের গেইথার্সবার্গে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ামাহফিলে মেরিল্যান্ড ষ্টেটের সাবেক কমিশনার আনিস আহমদ, ইন্জিনিয়ার মাহফুজুর রহমান, ইন্জিনিয়ার গোলাম মাওলা, সমাজসেবক হাজী জহির উদ্দীন আহমদ খান, ইন্জিনিয়ার আসিফুল হক, আর্টিষ্ট তাহাসিন রাকিব, হাজী একেএম আলাউদ্দিন, মিন্টু চৌধুরী, আবু তাহের, ইসমাইল হোসেন,কবিরুল ইসলাম সহ বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সর্বস্তরের মানুষ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় সমবেত হন। দোয়া ও মুনাযাত পরিচালনা ইন্জিনিয়ার নুর উল্লাহ এমবিএ। মৃতু্যকালে তিনি স্ত্রী, ছয় ভাই, তিন পূত্র, চার কন্যা ও নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।