যুক্তরাষ্ট্রের সাংবাদিক কন্যার ডিগ্রী লাভ
জাহিদ রহমানঃযুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল শনিবারের চিঠির সম্পাদক সিকদার মনজিলুর রহমানের কন্যা মেহেবুবা রহমান মিমি ব্যাচেলার ডিগ্রী লাভ করেছে । সে ইউনিভার্সিটি অব জর্জিয়া ( ইউজিএ) থেকে ২০১৭ শিক্ষাবর্ষে পাবলিক হেলথে কৃতিত্বের সাথে ব্যাচেলার ডিগ্রী লাভ করে।
গত ৫ মে ইউনিভার্সিটি অব জর্জিয়া ক্যাম্পাসে এক জনাকীর্ণ গ্রাজুয়েসান সেরিমনি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টাল ডীন ফিলিপ এল উইলিয়াম পিএইচডি।
মেহেবুবা রহমান মিমি ২০১৩ এ জর্জিয়াস্থ মেডোক্রিক হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে “হাই স্কুল ডিপ্লোমা-” অর্জন করে। সে উচ্চ শিক্ষায় মাষ্টার্স এবং পিএইচডির জন্য আমেরিকার বিখ্যাত ইমোরি ইউনিভার্সিটিতে অধ্যায়ন করবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে ।
মেহেবুবা রহমান মিমির পৈতৃক জন্মস্থান বাংলাদেশের বাগেরহাট জেলার কচুয়ায়। দেড় বছর বয়সে সে অভিবাসন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে । শনিবারের চিঠির পক্ষ থেকে মেহেবুবা রহমান মিমির উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে।