যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশিদের নিয়ে ‘রাইডিং দ্য টাইগার টেইল’ বইয়ের মোড়ক উন্মোচন

657

আটলান্টা প্রতিনিধি, জর্জিয়া
আটলান্টা অভিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ নিয়াজ আহমদ খানের আটলান্টা অভিবাসীদের বাংলাদেশিদের নিয়ে রচিত ডক্যুমেটারি বই ‘ রাইডিং দ্য টাইগার রাইডিং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১০ নভেম্বর শনিবার বেলা ১টায় স্থানীয় ইন্ডিয়ান গ্রীল রেস্তোরার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন ক্যান্ডল হাট পাবলিশিং কোম্পানীর পাবলিসার্স এর প্রকাশক ইয়েন ল্যাম্বরো।

Book Buyer

দীর্ঘ ১৮ বছরেরও অধিক যুক্তরাষ্ট্রে বসবাসকারী লেখক ডঃ নিয়াজ খান বইয়ের মোড়ক উন্মোচনে স্বাগত বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের দিন দিন ক্রমবর্ধমানে বাংলাদশিদের আগমন যেমন বৃদ্ধি পাচ্ছে জর্জিয়ার আটলান্টাও তার ব্যতিক্রম নয় । কোন একদিন দেখা যাচ্ছে আটলান্টায় বাংলাদেশিদের হার আজকের অভিবাসীদের তুলনায় অনেক বেড়ে যাবে। এবং আমাদের পরবর্তী প্রজন্মের নাগরিকরা হয়তও জানতে চাইবে আমরা কে কোথা থেকে উৎপত্তি ? এই লক্ষ্যকে সামনে রেখেই গত ৩ বছর আগে ‘ রাইডিং দ্য টাইগার রাইডিং’ বইয়ের লেখা শুরু করেন ।

Tiger-tail

তিনি বলেন,জর্জিয়া তথা আটলান্টায় প্রথম বাংলাদেশি অভিবাসী জন আলীর সাথে সাক্ষাতের চেষ্টা করেন। জন আলী প্রয়াত হওয়ার তিনি তার ছেলে জুনিয়ার জন আলীর সাথে সাক্ষাতে সক্ষম হন। জুনিয়ার জন আলীর দেখতে শুনতে বাঙালি  হলেও তিনি বাংলা ভাষা চর্চায় ছিলেন অপারগ । তিনি তাই সবার কাছে অনুরোধ করেন জন আলীর ন্যায় আমাদের পরবর্তী প্রজন্মের নাগরিকরা যেন আমাদের মূল শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ি সেদিকে লক্ষ্য রাখবেন ।

৩৭৪ পৃষ্টার সুন্দর ঝকঝকে অফসেট কাগজে মুদ্রিত বইটির মুল্য ধরা হয়েছে ৫৩.০০ ইউ ডলার । অনুষ্ঠানে অনেকেই সাগ্রহে বইটি লেখকের কাছ থেকে কিনে এবং অটোগ্রাফ সংগ্রহ করেন। বইটি ক্যান্ডল হাট পাবলিশিং কোম্পানীর অনলাইনেও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.