যুক্তরাষ্ট্রে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রশীদ মালিক…

747

নিজস্ব প্রতিবেদক, আটলান্টাঃ যুক্তরাষ্ট্রের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিসট্রিক্ট-৭ আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন রশীদ মালিক। তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। ডেমোক্রেটিক পার্টির থেকে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

14686125_1122408114462805_820956157_n
নিজের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন রশীদ মালিক। তিনি তাঁর নির্বাচনী এজেন্ডায় বৈষম্যহীন বেতন-ভাতা, ক্ষুদ্র উদ্যোক্তা পদ্ধতি, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি এবং প্রতিবন্ধী, প্রবীণ ও পুলিশ সেবা ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে অঙ্গীকার করেন।

14740981_1122393934464223_166999241_n
রশীদ মালিক ২০১০ সালে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদে দ্বিতীয়বার প্রার্থী হন। তবে এ বছর ডেমোক্রেটিক পার্টি তাঁকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এই পদে তিনিই প্রথম বাংলাদেশি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.