যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং’ রোববার ঘড়ির কাঁটা এগিয়ে যাবে এক ঘণ্টা
জাহিদ,ওয়াশিংটন ডিসিঃওয়াশিংটন ডিসিতে যখন বেলা ১২টা , ঢাকায় তখন হবে রাত ১০টা
যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং টাইম’ কার্যক্রম। শনিবার ১২ মার্চ দিবাগত রাত দুইটায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে। সে অনুযায়ী ১৩ মার্চ থেকে ‘ডে লাইট সেভিং’ সময় শুরু হচ্ছে। রবিবার থেকে শুরু ডে লাইট সেভিং টাইম এবং তা অব্যাহত থাকবে ৬ নভেম্বর রবিবার রাত ২টা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিংয়ের সময়সূচি চালুর ফলে ঢাকায় যখন বেলা ১২টা বাজবে,ওয়াশিংটন ডিসিতে তখন রাত ২টা হবে।
ডে লাইট সেভিং টাইম হচ্ছে কোন অঞ্চলের ভৌগলিক সময়ের সাথে কিছু সময় যোগ করে সময়ের কাঁটা এগিয়ে দেয়া। এটি সাধারণতঃ পৃথিবীর সেসব অঞ্চলে দেখা যায়, যেসব অঞ্চলে গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী, অর্থাৎ শীতপ্রধান দেশসমূহে। সাধারণতঃ বসন্তকালের শেষে এ সময় সংযোজনটি করা হয়।