যুক্তরাষ্ট্রে প্রাইমারি নির্বাচনে বিজয়ী বাংলাদেশি মোজাহিদুর 

473

অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের বাছাই পর্বে  জর্জিয়া অঙ্গরাজ্যের নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল সিটি নিয়ে গঠিত জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে স্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দিতায়  প্রাথমিক বাছাই পর্বে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান ৪হাজার ২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  কার্ট  থমসনের চেয়ে ২হাজার ১শত ১৭ ভোট বেশী পান । কার্ট  থমসন পেয়েছেন ১হাজার ৮শ ৮৫ ভোট ।গতকাল সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এ ভোটাভোটি অনুষ্ঠিত হয় ।chondon-20180524090402
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ এ রিপাবলিকান পার্টি থেকে  সিনেটর নির্বাচনে কোন পার্থী দেয় না। অতএব এটা নিশ্চিত ধরে নেওয়া যায়  শেখ রহমান এ আসনে বিনা প্রতিযোগীতায় সিনেটর নির্বাচিত হয়ে জর্জিয়া ষ্ট্রেস্ট  সিনেটে যাচ্ছেন। জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া ষ্ট্রেস্ট সিনেটে যাবার গৌরব অর্জন করবেন ।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অধিবাসী  শেখ মোজাহিদুর রহমান রিপাবলিকান পার্টির হাউস ককার্স চেয়ারম্যান ম্যাট হেচেটের সাথে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে  জর্জিয়া ষ্ট্রেট রিপ্রেজেন্টিভ প্রার্থী হিসেবেও ২০১২ সালে একবার  প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তিনি  স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
শেখ রহমান  নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে মেডিকেইড কর্মসূচি বৃদ্ধিসহ হেলথ কেয়ার ইনস্যুরেন্সকে আরও গ্রহণযোগ্য করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভের জন্যে আরও অধিকহারে সুযোগ সৃষ্টির দিকে তিনি নজর দেবেন বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.