যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রথম মুসলিম সিনেটর শেখ রহমান

694

নিউজবিডিইউএসঃযুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটে বাংলাদেশী  প্রথম  মুসলিম সিনেটর শেখ রহমান শপথ নিয়েছেন। ১৪ জানুয়ারী সোমবার স্থানীয় সময়  বিকেল ৩টায় এক  অনাড়ম্বর অনুষ্ঠানে জর্জিয়া স্টেট সিনেট হাউজে নির্বাচিত সিনেটর শেখ রহমান শপথ নেন পবিত্র কুরআন ছুঁয়ে।

49833988_921203828083788_7214745252765106176_n-1শপথ পাঠ করান জর্জিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চালর্স বেথেল। শপথ গ্রহণের আগে একজন ইমাম পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে স্ব স্ব ধর্মীয় স্কলাররা বিশেষ অংশ পাঠ করে শুনান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে  জর্জিয়া অঙ্গরাজ্যের ডিসট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে  স্টেট সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান । বিগত বাছাই পর্ব নির্বাচনে  এই আসনে তিনি ৩৪হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার  প্রতিদ্বন্দি ছিলেন ডেমোক্রেটিক পার্টির কার্ট  থমসন  ।  কার্ট থমসন পেয়েছিলেন ১ হাজার ৮৮৫ ভোট।

50227053_921203808083790_3297465462241099776_nআমেরিকার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া ষ্ট্রেস্ট সিনেটে যাবার গৌরব অর্জন করলেন। রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সিনেটর শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান কিশোরগঞ্জের সন্তান। তিনি ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য। শপথ অনুষ্ঠানে পরিবারের সদস্যসের সাথে সিনেটর শেখ রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ রহমানের পরিবারের সদস্যরা ছাড়াও অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার- অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

5c3d511b0d9e6.image_-1শপথ গ্রহণ শেষে শেখ রহমান বলেন, জর্জিয়ার প্রথম মুসলিম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান হিসেবে স্টেট সিনেটর হতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি। কিন্তু আমি সবার প্রতিনিধি। নির্বাচনী প্রচারণায় একজন অভিবাসী হিসেবেই নিজকে তুলে ধরেছি। কেননা অন্য অভিবাসীদের মতই আমি এখানে এসেছি। সুন্দরভাবে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। “আমি একজন অভিবাসী হিসেবে প্রচারণা চালাই, আমার মনে কখনোই আসেনি যে মানুষ প্রথম মুসলিম হিসবে আমাকে পক্ষে ভোট দেবে”। আমি গর্বিত জর্জিয়ার প্রথম মুসলিম আইন প্রনেতা হওয়ার জন্য। “আমি জর্জিয়ান হিসাবে একে অন্যের মতই দেখি শুধু এই দেশে এসে আসা অন্য অভিবাসীদের মতো। আমি গর্বিত মুসলিম, কিন্তু আমি সবাইকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি কারণ আমি আমার ধর্মকে আমার ধর্ম থেকে আলাদা রাখতে চাই। ” “জর্জিয়া একটি গ্রামীণ রাষ্ট্র হিসাবে একটি খ্যাতি আছে … কিন্তু আমি জর্জিয়ার একটি প্রগতিশীল রাষ্ট্র মনে করি এবং তারপরেও বলব জর্জিয়া অন্যান্য রাষ্ট্রের চেয়ে তুলনায় অনেক ভাল,। ” তিনি বলেন ,. “আমি জর্জিয়ার একটি সমেত রাষ্ট্র মনে করি। আমি দেশের সবচেয়ে বৈচিত্রপূর্ণ জেলার একটি প্রতিনিধিত্ব করব এবং আমি নিজেকে ধন্য মনে করছি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.