যুক্তরাষ্ট্রে ভোলা জেলার নতুন কমিটি

94

ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর ত্রি-বার্ষিক (২০২২-২০২৪) সালের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার জ্যামাইকার বখতার কাবাব এন্ড পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান এসোসিয়েশনের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন অপর কমিশনার এবিএম সালেহ উদ্দিন। নির্বাচনে দু’জন সভাপতি প্রার্থীর একজন এমডি মঈন উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করলে সংগঠনর অন্যান্য কর্মকর্তারা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।

নুতন কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন:
সভাপতি- মোহাম্মেদ শেখ ফরিদ, সহ সভাপতি- আবদুর রাজ্জাক শামীম, মোহাম্মেদ আক্তার হোসেন ও মোহাম্মেদ সোহরাব, সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম রিংকন, সহ-সাধারন সম্পাদক- এমডি মাসুম ও এমডি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- জেএফএম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক- এম এ মাসুদ কবির, কোষাধ্যক্ষ- আবু সাঈদ, দপ্তর সম্পাদক- এমডি সামছুদ্দিন, সহ দপ্তর সম্পাদক- নীরব হোসে, ক্রীড়া সম্পাদক- আমিনুল ইসলাম দুলাল, প্রচার সম্পাদক- মহিউদ্দিন বাবু, সাংস্কৃতিক সম্পাদক- এমডি মাসুম (ফুলবাগিচা), আন্তর্জাতিক সম্পাদক- খাঁ এ এম রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক- হাসিব রশীদ, মহিলা বিষয়ক সম্পাদিকা-আফরিন নাহার তামান্ন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা- ডা. সারমিন আক্তার।

কার্যকরী সদস্য যথাক্রমে আবদুস সাত্তার মামুন, আবদুর রহমান জুয়েল এবং কার্যকরী সদস্য যথাক্রমে এমডি মঈন উদ্দিন, গোলাম মোস্তফা টিটু, এমডি এন মুরাদ, হামিদুর রহমান মাসুম, এমডি মিজানুর রহমান, বিশ্বজিত দে, জিএম ফাহাদ, নীরব মিয়া, ইমরিয়া হাসিব, আফতাব এ লিটন, এমডি আবদুর রাজ্জাক রুবেল, এমডি আকবর আলী, এমডি মারুফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, এনএম মঈনুল ইসলাম এবং হাসান আহম্মেদ।

উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর, সন্ধ্যা ৬টায় উডসাইডের গুলশান টেরেস (৫৯-১৫ ৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। এতে সকল প্রবাসী ভোলাবাসীকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.